আমাদের এই জীবনকে আমানত বলা হয় কেন?
আমাদের এই জীবন আমানত।আরবি ভাষায় আমানত এর অর্থ হল কোন ব্যাপারে কারো উপর ভরসা করা।কাজেই প্রত্যেক ঐ জিনিস যা অন্যের নিকট এভাবে সোপর্দ করা হয় যে সোপর্দকারি তার উপর এই ভরসা করে যে,সে এর হক পরিপূর্ণরুপে আদায় করবে।একেই শরীয়তে আমানত বলা হয়। আল্লাহ মানুষ কে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব করেছেন।আমাদের পূর্ণ জীবনটাই আমাদের নিকট আমানত।এ আমানত এর চাহিদা হলো আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হুকুম অনুযায়ী আমাদের জীবনটাকে পারিচালিত করা। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন এবাদত করার জন্য। সৎ ভাবে জীবন-যাপন করলে আল্লাহ জান্নাত দিবেন।আর খারাপ ভাবে চললে শাস্তি দিবেন।দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র অর্থাৎ দুনিয়ায় যা করবে তাই ফল পাবে। মানুষের জীবন তো একটাই, মৃত্যুও এক বারই হয়। তাই আমানত এর পরিপূর্ণ হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন,আমিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url