২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ

 ২০২৫ সালের রমজান  ও ঈদের তারিখ জানা খুব জরুরি সবার জন্য।রোজার আর কতদিন বাকি আছে, কি বার রোজার প্রথম দিন পড়ছে,৩০ টি রোজা হবে নাকি ২৯টি রোজা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলে। নিচে ঈদুল ফিতর সহ রোজার বিস্তারিত তথ্য তুলে ধরেছি। 

মুসলিমদের সবচেয়ে বড় উৎসব হলো রমজান মাস ও ঈদুল ফিতর।এই রমজান মাস হাজার মাসের থেকেও উত্তম মাস।এই মাসে মুসলমানরা সবাই রোজা থাকে।রোজার মাসের চেয়ে উত্তম মাস আর নেই। নিচে রোজার মাসের বিস্তারিত দিনগুলো নিয়ে আলোচনা করা হলো। 

সূচিপত্রঃ২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ সম্পর্কে বিস্তারিত জানুন 

  • ২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ
  •  ২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার 
  • ২০২৫ সালের রমজান ক্যালেন্ডার বাংলাদেশ
  • ২০২৫ সালের রমজান ঈদ
  • ২০২৫ সালের রমজান কত দিন
  • ২০২৫ সালের রমজান শবে কদরের রাত কবে
  • ২০২৫ সালের রমজানের পূর্বে শবে মেরাজ কত তারিখ
  • ২০২৫ সালের রমজানের পূর্বে শবে বরাত কত তারিখ
  • রমজান মাসের ঐতিহাসিক দিনগুলি
  • লেখকের শেষ কথাঃ২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ   

২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ

২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ জানতে আগ্রহী প্রত্যেক মুসলিম।পবিত্র মাস হলো রমজান মাস,যার ঠিক এক মাস পরেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে থাকে।এ বছরের মার্চ মাসে দুই তারিখ থেকে অর্থাৎ ২ মার্চ ২০২৫ শুরু হবে আমাদের বাংলাদেশের প্রথম রোজা আশাকরা যায়।

এক মাস রোজা পালন করা শেষ হওয়ার পর পবিত্র ঈদের দিনটি পালিত হয়ে থাকে। আমরা নিচে শবে মেরাজ, শবেবরাত,রমজান মাস,শবে কদরের রাতসহ এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে লিখেছি। রমজান মাসের নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না।আল্লাহ তায়ালার  অশেষ নেয়ামত রয়েছে  রমজান মাসে।

মুমিন বান্দারা রমজান মাসের আশায় বসে থাকে।কারণ, রমজান মাসে তারা রোজা রেখে বহু সওয়াবের অধিকারী হয়।এ মাসে আল্লাহ তায়ালা বান্দাদের গুনাহ মাফ করেন।এ মাসের ফজিলত অনেক,এ মাস আল্লাহ তায়ালার রহমত,বরকত এবং মাগফেরাতের মাস।

আমরা ২০২৫ সালে রমজান মাসের বাংলাদেশ ক্যালেন্ডার দেখবো এবং ২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ এবং রমজানের বিশেষ দিনগুলো সম্পর্কে জেনে নিব।

২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার

২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার দেখতে চাইলে আপনি নিচে বর্ণিত ক্যালেন্ডারটি দেখতে পারেন। এখানে হিজরি তারিখ ও ইংরেজি তারিখ সহ ২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ এবং রোজার আর কতদিন বাকি আছে ২০২৫ সালের তা আপনাদের জানাবো।

তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এদিন তারিখগুলো সম্পর্কে। মার্চ মাসের ২ তারিখ থেকে রোজা শুরু হবে আশা করা যায়।একমাস রাতে অর্থাৎ শনিবার রাতের শেষ প্রহরে খেতে হবে ২ তারিখ প্রথম রোজা সম্পন্ন হবে ইনশাআল্লাহ রোজার সময় সুচি তুলে ধরেছি। 

যদিও পহেলা রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল তারপরও আমরা ২০২৪ সাল অনুযায়ী ২০২৫সালের সম্ভাব্য রমজান মাসের ক্যালেন্ডার প্রস্তুত করেছি।  

১৪৪৬ হিজরি ২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডারঃ 

হিজরী তারিখইংরেজি তারিখ     বার            লাইলাতুল কদর
১-রমজান, ১৪৪৬২ মার্চ ২০২৫রবিবার
২- রমজান,১৪৪৬৩ মার্চ ২০২৫সোমবার
৩-রমজান,১৪৪৬৪ মার্চ ২০২৫ মঙ্গলবার
৪-রমজান,১৪৪৬৫ মার্চ ২০২৫বুধবার
৫-রমজান,১৪৪৬৬ মার্চ ২০২৫বৃহস্পতিবার
৬-রমজান,১৪৪৬৭ মার্চ ২০২৫শুক্রবার
৭-রমজান,১৪৪৬৮ মার্চ ২০২৫শনিবার
৮-রমজান,১৪৪৬৯ মার্চ ২০২৫রবিবার
৯-রমজান,১৪৪৬১০ মার্চ ২০২৫সোমবার
১০-রমজান,১৪৪৬১১ মার্চ ২০২৫মঙ্গলবার
১১-রমজান,১৪৪৬১২ মার্চ ২০২৫বুধবার
১২-রমজান,১৪৪৬১৩ মার্চ ২০২৫বৃহস্পতিবার
১৩-রমজান,১৪৪৬১৪ মার্চ ২০২৫শুক্রবার
১৪-রমজান,১৪৪৬১৫ মার্চ ২০২৫শনিবার
১৫-রমজান,১৪৪৬১৬ মার্চ ২০২৫রবিবার
১৬-রমজান,১৪৪৬১৭ মার্চ ২০২৫সোমবার
১৭-রমজান,১৪৪৬১৮ মার্চ ২০২৫মঙ্গলবার
১৮-রমজান,১৪৪৬১৯ মার্চ ২০২৫বুধবার
১৯-রমজান,১৪৪৬২০ মার্চ ২০২৫বৃহস্পতিবার
২০-রমজান,১৪৪৬২১ মার্চ ২০২৫শুক্রবার
২১-রমজান,১৪৪৬২২ মার্চ ২০২৫শনিবার         লাইলাতুল কদর হতে পারে
২২-রমজান,১৪৪৬২৩ মার্চ ২০২৫রবিবার
২৩-রমজান,১৪৪৬২৪ মার্চ ২০২৫সোমবার         লাইলাতুল কদর হতে পারে
২৪-রমজান,১৪৪৬২৫ মার্চ ২০২৫মঙ্গলবার
২৫-রমজান,১৪৪৬২৬ মার্চ ২০২৫বুধবার         লাইলাতুল কদর হতে পারে
২৬-রমজান,১৪৪৬২৭ মার্চ ২০২৫বৃহস্পতিবার
২৭-রমজান,১৪৪৬২৮ মার্চ ২০২৫শুক্রবার         লাইলাতুল কদর হতে পারে
২৮-রমজান,১৪৪৬২৯ মার্চ ২০২৫শনিবার
২৯-রমজান,১৪৪৬৩০ মার্চ ২০২৫রবিবার         লাইলাতুল কদর হতে পারে
৩০-রমজান,১৪৪৬৩১ মার্চ ২০২৫সোমবার

২০২৫ সালের রমজান ক্যালেন্ডার বাংলাদেশ

২০২৫ সালের রমজান ক্যালেন্ডার দেখতে চান তাহলে আপনি নিচের রমজান ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ সম্পর্কে জানতে পারবেন।যেহেতু আমরা উপরে রোজার মাসের  ক্যালেন্ডার দিয়েছি তাই আমরা আপনাদের সুবিধার্থে শুধু তারিখগুলো প্রকাশ করছি। রোজার আর কতদিন বাকি আছে এ বছরে বাংলাদেশে এক মার্চ তারিখ রাতে সেহেরী খেতে হবে ২ তারিখে প্রথম রোজার শুরু হবে ইনশাআল্লাহ।তাহলে দেখা যায় যে,বাংলাদেশের রোজার সম্ভাব্য তারিখ দুই মার্চ।

২০২৫ সালের রমজান ঈদ

২০২৫ সালের রমজান ও ঈদের  তারিখ তা আমরা উপরে রমজান মাস নিয়ে পর্যাপ্ত আলোচনা শেষে ঈদুল ফিতরের দিন ও তারিখ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি তাই সম্ভাব্য তারিখ প্রকাশ করছি। রমজান মাস ৩০ দিনের। ৩০ টি রোজা শেষে ঈদের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়।

 ঈদের চাঁদ দেখার উপর ঈদুল ফিতর এর দিন নির্ধারণ করা হয়। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হিসেবে আমরা এক এপ্রিল ২০২৫ ও ২ এপ্রিল ২০২৫ সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছি।যদি ২৯ টি রোজা শেষে চাঁদ দেখা দেয় তবে ঈদ হবে ১ এপ্রিল।

যদি ৩০টি রোজার শেষে চাঁদ দেখা যায় তবে ঈদুল ফিতর হবে দুই এপ্রিল। আমাদের ভালোভাবে জেনে রোজা পালন করা এবং ঈদ উদযাপন করা উচিত তাই ঈদের চাঁদ দেখে ঈদের দিন নির্ধারণ করা উচিত। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ১ এপ্রিল। রমজান মাসের রোজা ও ঈদুল ফিতরের ঈদ উৎযাপন চাঁদ দেখার উপর নির্ভরশীল।

২০২৫ সালের রমজান কত দিন

২০২৫সালের রমজান কতদিন হতে পারে,এটা জানতে হলে আমরা ২০২৪ সালে রমজানের ঈদ কত তারিখ হয়েছে এবং বাংলাদেশের কয়েকটি বছরের রমজান মাস কতটি রোজা পালন করা হয়েছে তার হিসাব করে একটা ধারণা পেতে পারি।

আমাদের দেশে সাধারণত প্রায়ই ৩০ টি রোজা অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছরও ২০২৪ সালে ৩০ টি রোজা হয়েছিলো,সেই অনুযায়ী  আমরা ধারণা করতে পারি যে, ২০২৫ সালে আমরা মোট ৩০টি রোজা পাব ইনশাআল্লাহ।যেহেতু চাঁদ দেখার উপর রোজার প্রথম দিন নির্ধারণ করা হয় তাই আমাদের পোস্টের আর্টিকেল প্রতিনিয়ত ফলো করতে থাকুন অর্থাৎ আপডেট থাকুন তবেই সঠিক তারিখ জানতে পারবেন। 

২০২৫ সালের রমজান মাসে শবে কদরের রাত কবে

২০২৫ সালের রমজান মাসে শবে কদরের রাত কবে হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন।তবে প্রতিবছর আমাদের দেশে অধিকাংশ লোক রমজান মাসের ২৭তারিখে শবে কদরের রাত হিসেবে ভেবে থাকে। তবে রাসুল সাঃ এর আদেশ অনুযায়ী শেষ দশটি রোজার বেজোড় রাত গুলোর মধ্যে যে কোনো একটি বেজোড় রাতই  শবে কদরের রাত হতে পারে।

তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রত্যেক বিজোড় রজনী অর্থাৎ রমজান মাসের ২১,২৩,২৫, ২৭ এবং ২৯ রমজান এই রাত গুলোর মধ্যে শবে কদরের তালাশ করতে বলেছেন।তাই রমজান মাসের শেষ দশকের এই পাঁচটি বিজোড় রজনী তে বেশী বেশী ইবাদত করা উত্তম। 

রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম শবে কদরের কিছু আলামতের কথা উল্লেখ করে গেছেন।আলামত গুলো হলোঃ 

  • এ রাতে আমল করে অনেক তৃপ্তি পাবেন ঈমানদারগণ।
  •  এই রাত বেশি অন্ধকারাচ্ছন্ন হবে না অর্থাৎ চাঁদনী রাত হবে।
  • এ রাতে হালকা ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে।
  •  এই রাতে হালকা বৃষ্টি হতে পারে যা খুবই স্বস্তিদায়ক। 
  • এ রাত্রি নাতিশীতোষ্ণ থাকবে অর্থাৎ খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা থাকবে না।
  • এই রাতে আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাকে স্বপ্নে তার সন্তুষ্টির কথা জানিয়ে দিতে পারেন। 

শবে কদরের রাতে যে এত বেশি ফজিলত আমরা তা কল্পনাও করতে পারি না।এই রাত হাজার মাসের থেকেও উত্তম।এই মাস হাজার মাসের থেকেও উত্তম।আর এই রাতেই কোরআন নাজিল হয়েছিলো। এই রাত চেনার জন্য এবং আমল করে নেকী লাভ করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাত তালাশ করতে বলেছেন।   

তাই আমরা রমজানের শেষ ১০ দিন বেজোড় রোজার দিনগুলো লাইলাতুল কদরের তালাশ করব এবং ইবাদত বন্দেগি করে অশেষ সওয়াব হাসিলের চেষ্টা করব,ইনশাআল্লাহ।  

২০২৫ সালের রমজানের পূর্বে শবে মেরাজ কত তারিখ

২০২৫ সালের  রমজানের পূর্বে শবে মেরাজ কত তারিখ তা আমরা ইতোমধ্যে জেনে গেছি।শবে মেরাজ হয়েছে  ২৭ জানুয়ারি সোমবার ১৪৪৬ হিজরী। ২০২৫ সালের জানুয়ারি মাসে রজব মাসের ২৭ তারিখ শবে মেরাজ অর্থাৎ ইসরা মিরাজ অনুষ্ঠিত হয়।

এ রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম মেরাজে গমন করেছিলেন।মক্কা থেকে জেরুজালেমের পরে,আল্লাহর সাথে সাক্ষাৎ করে পুনরায় মক্কায় ফিরে আসেন।পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করেন শবে মেরাজের রাতে।তাই ইসরা মিরাজ বা শবে মেরাজের মাহাত্ম্য অপরিসীম। 

২০২৫ সালের রমজানের পূর্বে শবে বরাত কত তারিখ

২০২৫ সালের রমজানের পূর্বে শবে বরাত শাবান মাসের ১৫ তম রাতে পালিত হয়।সে অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে শবে বরাত পালিত হয়েছে।শবে বরাত বা লাইলাতুল বরাত এর রজনীতে,আল্লাহ তায়ালার খাস বান্দারা,আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইলে,আল্লাহ তা'আলা ক্ষমা করে দেন। আল্লাহ তায়ালা তার সকল মাগফিরাতকামী বান্দাকে মাগফিরাত দান করেন।এ রাতে সবাই বেশি করে নফল নামাজ আদায় করেন,আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দোয়া করেন। 

রমজান মাসের ঐতিহাসিক দিনগুলি

রমজান মাসের ঐতিহাসিক দিনগুলি সম্পর্কে আমাদের জানা উচিত।রমজানের প্রথম দশ  দিন রহমতের, মাঝের দশ দিন মাগফিরাতের এবং শেষের দশ দিন নাজাতের। পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি নেকি হাসিলের সুযোগ রয়েছে। রমজান মাসে রোজা পালন করা প্রতিটি সুস্থ মানুষের জন্য ফরজ বিধান। 

দ্বিতীয় রমজান হলো ঈসা আলাইহিস সালামের তাওরাত প্রাপ্তির দিন। দশম রমজান হলো হযরত মুহাম্মদ সাঃ এর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাযিআল্লাহু আনহা এর মৃত্যুর দিন। দশ রমজান হলো  হযরত মুহাম্মদ সাঃ এর মক্কা বিজয়ের দিন।

লেখকের শেষ কথাঃ২০২৫ সালের রমজান ও ঈদের তারিখ  

২০২৫ সালের রমজান ও ঈদ কত তারিখ এ সম্পর্কে ধারণা করা যায় যে,৩০ টি রোজা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।আমাদের দেশের সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন,ঈদ উদযাপন করা হয়ে থাকে।কারণ ওই দেশে যেদিন চাঁদ দেখা যায় আমাদের দেশে তার পরের দিন চাঁদ দেখা যায়। আর ঈদের দিন নির্ধারিত হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে। আপনি যদি পুরো আর্টিকেলটি পড়ে থাকেন তবে আপনি রোজার সময়সূচী এবং ঈদ কবে হবে তা সম্পর্কে নিশ্চয়ই ধারণা পেয়েছেন।রমজান মাস প্রায় আসন্ন। সাধারণত শবে বরাতের ১৫দিন পরেই রমজান মাস শুরু হয়।তার পরেও আমাদের চাঁদ দেখে রমজান মাস নিরুপন করা উচিত।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url